শুক্রবার, ৫ জুন, ২০২০

দূষণ আনবো না || রবীন বসু || কবিতা

দূষণ আনবো না
রবীন বসু

পরিবেশ প্রচ্ছন্ন আজ দেখি এ উন্মাদের দেশ
মানে না নিষেধ কিছু সর্বনাশ তুমুল প্রবেশ।
বায়ু নেই জল নেই বৃক্ষের সারিরা গ্যাছে সরে
আকাশ নির্মল নয় জলস্তর নেমে যাচ্ছে দূরে।

মানুষের হঠকারী আর তার সীমাহীন লোভ
প্রকৃতি আহত হচ্ছে হয়তো নিশ্চিত অবলোপ।
বরফ গলছে দেখি উষ্ণায়ন মারাত্মক হল
জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হচ্ছে সব স্থল।

কার্বনে ডুবেছি আমরা ভোগ আর বিলাসিতায়
প্রাণদায়ী অক্সিজেন ক্রমাগত নিঃশেষ তো প্রায়।
পানীয়-জল অভাব, লবণাক্ত উপকূল দেশ
পরিবেশ উচ্ছন্নে যাক আমি থাকি আহা বেশ বেশ।

পরিবেশ না বাঁচালে বাঁচবে না তুমি মানুষও
নিজেকে শুদ্ধ করো, বল, দূষণ আনবো না কোথাও।

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ, সম্পাদক মহাশয় "বাংলা"সালে। পৃথিবী নির্মল হোক।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...