Wednesday, June 3, 2020

বিমূর্ত মুহূর্ত || পৃথা চট্টোপাধ্যায় || কবিতা

বিমূর্ত মুহূর্ত
পৃথা চট্টোপাধ্যায় 

তারায় ভরা রাতে
উধাও হয়ে যাওয়া আকাশের নিচে
মাতামহীকে  আশ্চর্য অবিকল দেখেছি

স্থবির হয়ে যাওয়া গাছ হতে হতে
              শীতল আলো আঁধারিতে
সে ক্রমশ বাড়িয়েছে  নির্জন শীর্ণ হাত

বিমূর্ত সেই মুহূর্তে
            দিকশূন্যপুরে
                আমার শরীর  জুড়ে রোমাঞ্চ
কিছু জীবিত ও মৃত গভীর অনুভূতির প্রহেলিকায়...

No comments:

Post a Comment

পূরবী-৩৬ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী(৩৬)  অভিজিৎ চৌধুরী। হুগলির গঙ্গা আর মা যে"ন মিলেমিশে রয়েছে তীর্থের স্মৃতির খাতায়।এখন খুব বিতর্ক হচ্ছে কোন ভাষা ক্লাসিকাল তা নিয়ে।...