Wednesday, June 3, 2020

আবরণের কৌতুক সরিয়ে || সুবীর ঘোষ || কবিতা

আবরণের কৌতুক সরিয়ে 
সুবীর ঘোষ 

তোমাকে শস্যাগারে তুলে
গুঁজে রাখব বীজধান
তুমি দিবসের দ্বিপ্রহর হয়ে
কষে যাবে নিজের গণিত ।

আবরণের কৌতুক  সরিয়ে
আমরা ছোট কী বড়
সবার মাথার মাপ নেব
উদোম বিশ্বাসে আমরা জ্বলব পুড়ব।


1 comment:

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...