Thursday, June 4, 2020

ভুল ভুলাইয়া || বন্দিশ ঘোষ || কবিতা

ভুল ভুলাইয়া
বন্দিশ ঘোষ


শহরের সমস্ত জলকে মদ করে দিই
চিরকালের জন্য -
ব্যাপারটা ভাবতে ভাবতে হামাগুড়ি দিয়ে
দেবতার পিঠে চেপে বসলাম,
ওমনি ফুরুৎ করে উড়তে শুরু করলো
আমার কবিতাগুলো -
ঘড়িতে দম দিতে দিতে...

অহেতুক মাতাল এই শহরে
আমি ছোট্ট একটা পাখি হয়ে
বন্ধ দরজার মতন বসে থাকি -
আলো ছায়ার সেতুবন্ধনে,
আমার কাছে শহর তখন
                          ভুল ভুলাইয়া...

 
                

No comments:

Post a Comment

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || নারী~ গৌতমকুমার দে

 কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার  নারী । গৌতমকুমার দে । প্রোরেনাটা । কুড়ি টাকা । কোন পুরুষ কবি যখন নারীকেন্দ্রিক কবিতা লেখার জন্য তৈরি হন ত...