বুধবার, ৩ জুন, ২০২০

প্রভাত চৌধুরী || সৌমিত্র রায়- এর জন্য গদ্য || ধারাবাহিক গদ্য

 সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

৩২.
আলোক সরকারের কাব্যসমগ্র ১ 
প্রকাশিত হয়েছিল 10 ডিসেম্বর 1994
প্রকাশ -স্থল : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল কাউন্সিল এব এডুকেশন সভাগৃহে
আরম্ভের গান : সজল বন্দ্যোপাধ্যায়।
আনুষ্ঠানিক প্রকাশ : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
প্রথম কপি প্রাপক : কালীকৃষ্ণ গুহ
প্রধান অতিথি : প্রণবেন্দু দাশগুপ্ত
সভাপতি : দীপংকর দাশগুপ্ত
 বক্তব্য বলেছিলেন : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রণবেন্দু দাশগুপ্ত দীপংকর দাশগুপ্ত ড: সুমিতা চক্রবর্তী তরুণ মিত্র সুধেন্দু মল্লিক জহর সেনমজুমদার সুব্রত সেনগুপ্ত ।
আলোক সরকারের কবিতাপাঠ : রজতেন্দ্র মুখোপাধ্যায় শান্তনু কুণ্ডু কানাইলাল জানা নাসের হোসেন বিউটি পাল সোমা মণ্ডল ড: নীলাদ্রি বিশ্বাস কালীকৃষ্ণ গুহ এবং স্বয়ং আলোক সরকার।
সঞ্চালনা এবং প্রারম্ভিক বক্তব্য : রবীন্দু বিশ্বাস।
সভাশেষের রবীন্দ্রগান : মৌ ভট্টাচার্য ।
উপস্থিতির নামগুলি : ভূমেন্দ্র গুহ জগদিন্দ্র মণ্ডল অজয় দাশগুপ্ত অশোক রায়চৌধুরী বিজয় মাখাল দীপ সাউ নমিতা চৌধুরী বাপী সমাদ্দার সমীরণ মজুমদার গোপাল আচার্য অনির্বাণ ধরিত্রীপুত্র শান্তিময় মুখোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় সৌগত রায় অয়ন গোস্বামী আবদুল কাফি প্রসূন ভৌমিক সাম্যব্রত জোয়ারদার মানসকুমার চিনি সুমিতেশ সরকার অর্ণব সাহা স্বরূপ চন্দ অভিরূপ সরকার ।
এই অনুষ্ঠান-সূচি  কবিতাপাক্ষিক ৪০ সংখ্যা থেকে  সংকলিত হল।
পাঠক লক্ষ করছেন আমি গত কয়েক কিস্তিতে নামের দীর্ঘ তালিকা পেশ করে চলেছি। এটাই এই লেখার অন্যতম উদ্দেশ্য। আমি প্রমাণ করতে চাইছি আমাদের কবিতাপক্ষিক কেবলমাত্র একটি পত্রিকাই ছিল না , ছিল বাংলাকবিতার এক সংঘ , মহাসংঘ।সম্মিলিত  এক উদ্যোগের নাম ছিল কবিতাপাক্ষিক।এক ছাতার নীচে সমগ্র তরুণ প্রজন্মকে  একত্রিত করতে সমর্থ হয়েছিল কবিতাপাক্ষিক।
এটা বা এই সমীকরণটি যে সকলে খোলা মনে মেনে নেবেন এটা ভাবা ঠিক হবে না।
একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছিল কিছুটা গোপনে , কিছুটা ঘোমটার আড়ালে।
সেসব কথা বলার জন্যই সৌমিত্র রায়-এর জন্য এই গদ্যটি।
অপেক্ষা করুন এবং পড়তে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...