Sunday, June 21, 2020

অসময় || বিশাল ভদ্র || কবিতা

অসময়
বিশাল  ভদ্র

গাছ বিদুৎ  পোস্ট  ভেঙে পড়ে অন্ধকার
অন্য  ব্যবস্থা  নেই মাঝারি একটা  মোমবাতি  দাম একশো টাকা কিনতে হল

বিশ লিটার জার জলের দাম
পঞ্চাশ বিক্রি  হচ্ছে আশি  টাকা
ঝড় মহামহামারি বার বার হাত
পরিষ্কার এত জল কোথায় পাব

ছোট ছোট দল অসহায় মানুষের পাশে  তুলে দিচ্ছে ত্রিপল শুকনো খাবার শিশুর দুধ ওষুধ

এই তো আবার সোনার বাংলা।

No comments:

Post a Comment

আটপৌরে সিরিজ : ৫ || অলোক বিশ্বাস || কবিতা

আটপৌরে সিরিজ : ৫  অলোক বিশ্বাস অন্যতাপ্রবণ ----------------- মন্দিরের ঘণ্টা বাজলেও মানুষেরা পছন্দ করে ঝর্নার ধ্বনি ট্র্যাডিশন -...