সোমবার, ২৯ জুন, ২০২০

গ্রিসের নতুন চিন্তাচেতনার কবিতা || রুদ্র কিংশুক || কিরিয়াকস সিফিল্টজোগলু-র কবিতা

গ্রিসের নতুন চিন্তাচেতনার কবিতা
রুদ্র কিংশুক
কিরিয়াকস সিফিল্টজোগলু-র কবিতা


কিরিয়াকস সিফিল্টজোগলু (Kiriakos Sifiltzoglou, 1983)-র জন্ম  গ্রিসের ড্রামাতে। ২০০৪ এ তিনি আইনশাস্ত্রে স্নাতক হন এবং ২০১১ তে তিনি ইউনিভার্সিটি অব থেসালোনিকি  থেকে পলিটিকাল সায়েন্সে দ্বিতীয়বার স্নাতক ডিগ্রি সায়েন্সে দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী থেকে পলিটিকাল সায়েন্সে দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী সায়েন্সে দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী সায়েন্সে দ্বিতীয়বার স্নাতক ডিগ্রী থেকে পলিটিকাল সায়েন্সে দ্বিতীয়বার স্নাতক ডিগ্রি লাভ করেন । এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কাব্যগ্রন্থ। সেগুলি হল:
To Each His Own Grave, 2007
Half Truth, 2012
In the Style of an Indian, 2014
এবং
In the House of the Hanged 2015 প্রমুখ।

Austerity Measures:The New Greek Poetry, edited by Karen Van Dyck (Penguin Books, 2016), Futures: Poetry of the Greek Crisis, edited by Theodore's Choti (Penned in the Margins, 2015)--- এই দুই  সংকলনে তাঁর কবিতা অন্তর্ভুক্ত। ২০১৩ থেকে তিনি পরিকল্পিতভাবে ফটোগ্রাফিও করে আসছেন। তাঁর তোলা ফটো থেকে দুটো সাহিত্য পত্রিকার প্রচ্ছদ নির্মিত হয়েছে । এছাড়া তাঁর অনেকগুলি ফটোগ্রাফি বিভিন্ন কবিতা-গ্রন্থের প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত হয়েছে।

১.
পরিযায়ী পাখি

দেশ ভুগছে
ভাইরাল রক্তস্রাবী জ্বরে

দুর্বল বসন্ত
আর মাথাব্যথা
 আতিথেয়তা হঠকারী প্রকাশ প্রকাশ

অসময়ের জলপরী
সেনেগাল থেকে আসা
ঘুমিয়েছে অ্যান্টিকিথেরাতে

ঘুম হতে পারে
ভবঘুররানির বিরুদ্ধে প্রতিরক্ষা

 পরিবেশ ঠিক
ততটা প্রাকৃত নয়
অপ্রাপ্তবয়স্ক স্তন্যপায়ীরা
দুধ খায় অপটুভাবে
  কী এসে যায়  যদি আমরা হই
শ্রেষ্ঠ  আপ‍্যায়ক

দোষারোপ
সবসময় পরে
লাল
             বক্ষের
                          ওপরে

২.
পথচ‍্যূতি
সিদ্ধান্তকারীরা পারলে পাল্টে দিত
এমন কি বজ্রপাতের দিক
কেন্দ্র থেকে পরিধির দিকে
যেখানে বুলেট আছরে
 পড়ে যখন অন্ধকার নামে
আর মোরগগুলো ডেকে উঠেছিল

                                            অনেক যুগ আগে

৩.
অর্ধসত্য থেকে
উচ্চতা অদৃশ্য হয়েছে
 ঘটনার উচ্চতা থেকে

এখন আমরা কেবল সওদা করি ঘটনার

 তারা জানত এটা ভালোমতোই : সেইসব  সাজনেদার
যারা ভেসে বেড়াতো মনে হয়
চিহ্নিত।



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...