বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
স্টেফান ইভানভ-এর কবিতা
স্টেফান ইভানভ (Stefan Ivanov, 1986)
বুলগেরিয়ান কবি, নাট্যকার এবং লেখক। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর চারটি কাব্যসংকলন। বুলগেরিয়া সাহিত্যে বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত এবং নির্বাচিত হয়েছে। Medea --- My Mother এই নাটকটির জন্য তিনি ইউনিয়ন অব আর্টিস্ট আওয়ার্ড পেয়েছেন।১.
অতীত ও বর্তমান
আমি পাসকাল পড়ছিলাম
দেখছিলাম সিন্ধুসারস
শুনছিলাম সমুদ্রতটে সংগীত
গান গাইছিলাম
লিখছিলাম চিঠি
তখন একটা লোক ভালোবাসতো আমাকে
আমিও তাকে ভালোবাসতাম
যদিও একইভাবে নয়
সে মেশাতো বাখ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে দূরের*-এর খোদাই-কাজ
সে আমাকে কিনে দিয়েছিল দুটো জামা
মাত্র এই দুটো জিনিসে পড়েছিল তার হাতের ছোঁয়া
পরিবর্তে আমি তাকে কথা দিয়েছিলাম
এখন সেই চিঠিগুলো মুছে গেছে
আজ জুলাই
এবং বাতাসময়
অনেক আগে সেপ্টেম্বরে
আমি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম সেই লোকটার সঙ্গে
যার সঙ্গে সে এখনো থাকে থাকে থাকে
আমার কাছের মহিলাটি
এখন পান করছে তার সকালের কফি
কোনো অন্তর্বাস পরেনি
সে গায়ে দিয়েছে আমারই দিয়েছে আমারই একটা জামা
আমি তাকে না দেখে পারিনা
*দুরের: Albrecht Durer (1471--1528),জার্মান এনগ্রেভার
২.
পাশের ঘরে ঠাম্মা
দেয়ালের ভেতর দিয়ে আমি তীব্র আওয়াজ শুনি
হৃদ-স্পন্দন কমে আসছে
উপরের তলায় বাচ্চাটা চুপচাপ
তারা শোনে
বড়ি সিরিঞ্জ চাদর
শব্দহীন ওয়ার্ডরোব
টেবিলের পা কাঁপে
রং ফেটে যায় ঠোঁটের মতো
বাতি জ্বলছে
তাই দেখা যাচ্ছে
যে যাচ্ছে
অন্যদিকে
এখনো আছে
ছেড়ে যাচ্ছে
৩.
স্বাধীন পতন
আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে নাগরদোলায় ডাকার
মাটি থেকে অনেক উঁচুতে
আর তুমি বলেছিলে তোমার এক প্রেমিক ছিল
পরিচ্ছন্ন ভাবমূর্তির
যার এটা জানা উচিত জানা উচিত
আমি বললাম
সেই পরিচ্ছন্নের ইতিমধ্যে একটি বান্ধবীও জুটেছে
তুমি বললে
হ্যাঁ
আমিই
আমি যখন ঠিক তার সঙ্গে থাকি
আমি যেন আর কেউ
আমি কটন ক্যান্ডি ছিঁড়ে কুটুকুটি করে ছুঁড়ে ফেলি
মাটিতে
যেখানে ছেলেমেয়েরা পছন্দ করে সেইসব যেগুলো আমরা কখনোই
ধরতে পারিনি
ধরতে পারিনি
আর সেটা অদৃশ্য হয়ে গেছে চিরতরে
ছোট ছোট অসহায় হাসিদের পিছনে
তুমি কেবলই সমৃদ্ধ কর। অনেক কৃতজ্ঞতা ।
উত্তর দিনমুছুন