সোমবার, ২২ জুন, ২০২০

এলেমবাজ || কার্তিক ঢক্ || কবিতা

এলেমবাজ
কার্তিক ঢক্

আলোর উৎস থেকে যদি
অন্ধকার ঘাতক  আসে-আসুক না।
মোমবাতি তো  হাতেই আছে।
না হয় কষ্ট করে একটি
দেশলাই  জ্বালিয়ে নিও।

এরকম কতো মিছিলেই তো হেঁটেছি আমরা-
গলনাঙ্কের যন্ত্রণা কে আর বোঝে!
বডি-স্প্রের গন্ধ ছড়িয়ে গেছে ইতিহাস..
জনসমাগম নিষিদ্ধ  হলেও
বাতি-মিছিল তো বাধাহীন।

তির্যক শব্দ গুলি রুচিশীল না হলে
 বাক্যবন্ধ থেকে বাদ দাও।
বুক বাঁধো --
রাস্তায় পিচ গলছে...

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...