মঙ্গলবার, ৯ জুন, ২০২০

একটি মনোরম সকালের প্রতীক্ষায় || সমরেশ মন্ডল || কবিতা

একটি মনোরম সকালের প্রতীক্ষায়
সমরেশ মন্ডল

একটি মনোরম সকালের অনেকগুলি উপাখ্যান থাকে ,আগের রাতের নির্ভীক ঘুমের স্পর্শ আর সব স্নায়ু সতেজ হয়ে ওঠা দুটি চোখ পৃথিবীময় ঘুরে বেড়াবে ।
দৃষ্টির উপর আলোয় আলোকময় হয়ে ওঠাও
এসব উপাখ্যানের মধ্যেই পড়ে 
উদ্ভাসিত পৃথিবী, যা
 চেনা পৃথিবী থেকে অনেকটাই আলাদা।

এরপর আলো জাগতে জাগতে উন্নত সম্ভাবনা গুলি
 উদ্বায়ু হতে হতে 
সামান্য স্রোতধারায় জেগে থাকে
 তখন অক্ষরের হাত ধরি ভরসা করতে হয় মুদ্রণ পিপাসিত আহবানের।

তার‌ও পর পায়ে পায়ে জড়ানো পৃথিবী টেনে নেয়
 তার পাকে পাকে
 নতুন করে লিখিত হয় উপাখ্যান
 উপেক্ষিত হয়ে সব ঘুম মিশে যায়
 বিলীন প্রদেশে 
একটি মনোরম সকালের প্রতীক্ষায়
 ক্রমাগত দুপুর বিকেল সন্ধে হয়ে রাত্রির দিকে অগ্রসরমান

শিথিল হতে থাকে হাত পা মাথা থেকে

চেতনার প্রখরতা। সুতরাং নির্ভীক ঘুমের স্পর্শ প্রার্থনা

বিবিধতাময় রাত্রির প্রবর্তনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...