রবিবার, ৭ জুন, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || ভ্যালেন্টিন ডিসেভ-এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা
 রুদ্র কিংশুক 
ভ্যালেন্টিন ডিসেভ-এর কবিতা


ভ্যালেন্টিনা ডিসেভ (Valentin Dishev, 1962)-- এর জন্ম বুলগেরিয়ার ব্লাগোয়েভগার্দে। সোফিয়ার সেন্ট ক্লিমেন্ট ক্লিমেন্ট ওহরিডস্কি ইউনিভার্সিটি থেকে তিনি দর্শনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি একটি প্রকাশনা সংস্থার কর্ণধার। ক্রসওয়ার্ড এবং ডিকটাম নামের দুটি জার্নালের তিনি প্রধান সম্পাদক। বুলগেরিয়ার ন্যাশনাল রেডিও প্রোগ্রামে কবিতা ও সাহিত্য বিষয়ে তিনি অনেক অনুষ্ঠান সঞ্চালনা তিনি অনেক অনুষ্ঠান সঞ্চালনা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন।


রিপোর্ট

 নৈশব্দ‍্যের
দাগের ওপর :
১.
একটা প্রজাপতি গুণল
আমার আঙ্গুলগ্রন্থি ।
ঘোষণা করল সাদা
অপ্রয়োজনীয়
২.
হাওয়া বর্ণনা দিল
হ্রদের কাছে
আমার চোখের রং।
 লাল ---সে বলল ---একটু বেশিমাত্রার।
৩.
একটা গাছ
 বজ্রাহত
সবুজে আঁকল আমার অবিশ্বাস।
তার ফিসফিসানি-- বল্কল শুধু ঢাকনা নয়।

আমার নীরবতা
ছিল না।


কবিতা ১

আমার আগামীকাল
 সেলাইকরা ছুঁচ
 আমাকে ভয় দেখায় না

 সুতোটা
সুতোটা লম্বা
এবং খসখসে

কবিতা 2

আমি একজন দেবদূতকে
 চোখ বুজে কাঁদতে দেখেছি
 এমনকি তারও জন্য
 ভয় ছিল

ভেতরের ব্যাপার


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...