রবিবার, ৭ জুন, ২০২০

সৌমিত্র রায় - এর জন্য গদ্য ৩৫ || প্রভাত চৌধুরী || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী


৩৫.
আগের দিনের সুতো ধরে চলে যাচ্ছি যূথিকা-র সেদিনের স্মৃতিতে। যূথিকা-র তখন কাজ ছিল আমাদের জন্য বাড়ির তৈরি টিফিন পৌঁছে দেওয়া। তখন মোবাইল থেকে বছর দশেক পেছিয়ে। যূথিকা অন্যদিন বাস থেকে যেখানে নামে , ততদূর বাস যায়নি। জীবনদীপে নেমে পড়তে হয়েছিল ।ততক্ষণে জানা হয়ে গিয়েছিল বইমেলায় আগুন লেগেছে। যৃথিকার দুহাতে দুটি ব্যাগ। টিফিন + শীতের পোশাক + ট্রানজিস্টার রেডিও। নাসেরের কবিতাপাঠ শোনার জন্য রেডিও।
হাঁটতে হাঁটতে মেলার গেট। গেট থেকে স্টলের পথে। দমকল কর্মীরা পথ রোধ করেন। বলেন --- স্টলে কেউ নেই। সবাই বেরিয়ে গেছেন।
যূথিকা-র বাড়ি ফিরে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না। বাস বন্ধ। মেট্রো খোলা। এক হৃদয়বান ভদ্রলোক মেট্রোর টিকিট করে দিয়েছিলেন। বাড়ি ফিরে আমাদের দেখে জীবন ফিরে পেয়েছিল। আর আমিও চিন্তা মুক্ত হয়েছিলাম।

পরদিন সকাল সকাল মেলায় পৌঁছে গিয়েছিলাম। কাজ ছিল আগুন থেকে রক্ষার জন্য যে বইগুলিকে বাইরের ফাঁকা জায়গায় রেখে এসেছিলাম , সেগুলো তো স্টলে তুলে রাখতে হবে। লোকজন আসার আগে। তারপর স্টল খুলতে হবে।
ঢুকেই পরিস্থিতি বুঝে গিয়েছিলাম। আমাদের দিকটার  পোড়া কাঠ পোড়া বই ছাড়া কিছুই খুঁজে পাইনি। যেখানে বই রেখে গিয়েছিলাম, সেখান থেকে এক গোছা পোড়া বই সযত্নে তুলে নিয়ে ' প্রতিদিন ' দপ্তর।
ওখানে টেবিলে বসে লিখলাম ' আমাদের মুদ্রিত অক্ষর পুড়েছে , কলম পোড়েনি ' ।
পরদিন ওই লেখাটাই পোস্ট এডিটোরিয়াল হয়েছিল।
সেদিন সিদ্ধান্ত নিলাম কবিতাপাক্ষিক - এর পরবর্তী সংখ্যার বিষয় :
অগ্নিদগ্ধ বইমেলা সম্পর্কে সকলের প্রতিক্রিয়া চাওয়া হবে। যাঁরা লেখা দেবেন সেগুলো নিয়েই প্রকাশিত হবে কবিতাপাক্ষিক ৯২ ।
যাঁরা লেখা দিয়েছিলেন সেই নামগুলি উল্লেখ না করলে অকৃতজ্ঞ থেকে যাবো। নামগুলি :
অরুণ মিত্র আলোক সরকার বিনয় মজুমদার ভূমেন্দ্র গুহ দিব্যেন্দু পালিত প্রভাত চৌধুরী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সুজিত সরকার প্রমোদ বসু সমরেন্দ্র দাস কামাল হোসেন ব্রত চক্রবর্তী সুবোধ সরকার গৌতম ঘোষদস্তিদার নাসের হোসেন সুব্রত চেল মল্লিকা সেনগুপ্ত শান্তিময় মুখোপাধ্যায় সুমিতেশ সরকার শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং রজতেন্দ্র মুখোপাধ্যায়।
এতজনের আত্মগত উচ্চারণ ভুলিয়ে দিয়েছিল শোক। এখনো আমরা গর্বিত।
আমাদের অক্ষর পুড়ে যেতেই পারে , কিন্তু কলম পুড়ে যেতে পারে না। যাবেও না।
এসব নিয়েই এত বছর !
আগামীকাল দ্যাখা হবে নতুন কোনো চৌরাস্তায়

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...