Saturday, June 27, 2020

বসে আছি || ফটিক চৌধুরী || কবিতা

বসে আছি
ফটিক চৌধুরী


এই দেখো আমার কুটির
                              দীর্ণ
সময়ও হয়ে এলো ছুটির।
এই দেখো আমার শরীর
                             জীর্ণ
দেখা মিলবে না কোন পরীর।
এই দেখো আমার সময়
                        ‌‌     কীর্ণ
আর কেউ দেবে অভয়?

বসে আছি ক্ষীণতোয়া নদীটির তীরে
সন্ধ্যার শেষ পাখি ফিরে গেছে নীড়ে।

No comments:

Post a Comment

পূরবী~ ১৩ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী~ ১৩ অভিজিৎ চৌধুরী এমন অনুর্বর হয়নি কখনও তাঁর সৃজনভূমি। গান লেখা যেন শেষ হয়ে এলো।দিনু যতোদিন ছিল সংগীত ভবন মুখরিত থাকত।নাট...