স্বতঃস্ফূর্ত অ্যালোপ্যাথিক ছোটাছুটি বাতাস
অভিজিৎ দাসকর্মকার
অতঃপর
আমার ক্ষয়ে যাওয়া হাঁটুর চামাড়া এবং
তার সূত্রগুলি মাঝ-সন্ধ্যের মজ্জায়_____
মোড়াম
দীর্ঘশ্বাসে ছোটা ৩.৫ কিমি দূরত্ব, আর
বাইকের সবটুকু বিষন্নতা আপাদমস্তক ঘাসের বুক চিরে বর্ষা হয়ে যায়।
জিগরে হৃদকথা এবং সময়———
প্র্যাকটিস পথে সিলেবাস নির্মাণের বিধিবদ্ধ আর্মড্
আকাশ-জোনাকি বন। দ্যাখো মাথায় লাগেনি তো!
অন্তর্বাস আর যৌনস্বতন্ত্রের ক্ষুধার প্রতিযোগিতামূলক আলেখ্য
আমার বাথরুমের সমকামীতা, এবং
বিপদগ্রস্ত অন্ধকারগুলো গিলে ফেলছে বৃষ্টি, আর সোঁদাগন্ধের হাইফেন____
ক্যানোনা শারীরিক নির্যাতনের ভিতর এক্সপোজগুলো ক্রমশ গুণিতক হয়ে চলেছে –——–
অনেকবার ব্যাথা করেছে আমার
অনেকবার কান্না এসেছে আমার
অনেকবার সামলেছি নিজেকে বালিশের কোনায়
ঠৌঁটের উপর নির্ভরশীল বিজ্ঞাপন অথচ
রোদ্দুরের সাথে সংযুক্ত হয়ে চেলেছে টেবিল চেয়ার টিটেনাস____
টেবিলের ড্রয়ার খুলেছি
তারপাশে স্বতঃস্ফূর্ত অ্যালোপ্যাথিক ছোটাছুটি বাতাস—–
শুনুন
এই মুহুর্তে বেগম আকতার, রক্তের পর বেরনো সিরাম, রুহ্ কাঁপনে ওয়ালা ছিটকে পড়া___
একদমই মনে করতে চাইছি না।
করণ, আমি আজ অনেকটাই রোদ্দুরে ব্রেইল লিপি, মঙ্গলের ষষ্ঠ হাউসে সুদৃষ্টির ফিতরতে হাতড়ে চলেছি সুগন্ধ তিল শরীর ____
অভিজিৎ দাসকর্মকার
অতঃপর
আমার ক্ষয়ে যাওয়া হাঁটুর চামাড়া এবং
তার সূত্রগুলি মাঝ-সন্ধ্যের মজ্জায়_____
মোড়াম
দীর্ঘশ্বাসে ছোটা ৩.৫ কিমি দূরত্ব, আর
বাইকের সবটুকু বিষন্নতা আপাদমস্তক ঘাসের বুক চিরে বর্ষা হয়ে যায়।
জিগরে হৃদকথা এবং সময়———
প্র্যাকটিস পথে সিলেবাস নির্মাণের বিধিবদ্ধ আর্মড্
আকাশ-জোনাকি বন। দ্যাখো মাথায় লাগেনি তো!
অন্তর্বাস আর যৌনস্বতন্ত্রের ক্ষুধার প্রতিযোগিতামূলক আলেখ্য
আমার বাথরুমের সমকামীতা, এবং
বিপদগ্রস্ত অন্ধকারগুলো গিলে ফেলছে বৃষ্টি, আর সোঁদাগন্ধের হাইফেন____
ক্যানোনা শারীরিক নির্যাতনের ভিতর এক্সপোজগুলো ক্রমশ গুণিতক হয়ে চলেছে –——–
অনেকবার ব্যাথা করেছে আমার
অনেকবার কান্না এসেছে আমার
অনেকবার সামলেছি নিজেকে বালিশের কোনায়
ঠৌঁটের উপর নির্ভরশীল বিজ্ঞাপন অথচ
রোদ্দুরের সাথে সংযুক্ত হয়ে চেলেছে টেবিল চেয়ার টিটেনাস____
টেবিলের ড্রয়ার খুলেছি
তারপাশে স্বতঃস্ফূর্ত অ্যালোপ্যাথিক ছোটাছুটি বাতাস—–
শুনুন
এই মুহুর্তে বেগম আকতার, রক্তের পর বেরনো সিরাম, রুহ্ কাঁপনে ওয়ালা ছিটকে পড়া___
একদমই মনে করতে চাইছি না।
করণ, আমি আজ অনেকটাই রোদ্দুরে ব্রেইল লিপি, মঙ্গলের ষষ্ঠ হাউসে সুদৃষ্টির ফিতরতে হাতড়ে চলেছি সুগন্ধ তিল শরীর ____
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন