বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ইভান লান্ডজেভ-এর কবিতা
ইভান লান্ডজেভ (Ivan Landzhev, 1986) বুলগেরিয়ার কবি, চিত্রনাট্য-লেখক এবং প্রাবন্ধিক। ইউনিভার্সিটি অব সোফিয়া থেকে তিনি দর্শনে স্নাতক এবং সমকালীন সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ।তাঁর প্রথম কাব্যগ্রন্থ "ব্লেম ইট অন ববি ফিশার" জাতীয় কবিতা পুরস্কারে" জাতীয় কবিতা পুরস্কারে ভূষিত।
১. লেখক উল্লেখ
আমার দাবার শিক্ষক
আমাকে বলতেন:
তোমার নিজের খেলা খেলো।
আমার বক্সিং কোচ
আমাকে সর্বদাই বলতেন:
বাঁয়ে -বাঁয়ে-ডাইনে-- তারপর আপারকাট
আর সে কুপোকাত!
মধ্যযুগ পাঠছর অধ্যাপক
আমাকে মনে করেন যে,
আমি সে যে আছে।
তিনজনেই সঠিক
দিনের তিনটি ভিন্ন সময়ে
২. যা ঘটেছে তার আগে নয়
ছয় বছরের পুরনো
বাড়ির পিছনে
আমি নিজেই পেলাম একটা পাথর
আর সেটা দিয়ে উদ্দেশ্যমূলকভাবেই
আমি ভেঙে ফেললাম মায়ের মেডেলগুলো
যৌবনের সমস্ত খেতাবজয়
কয়েকটা জাতীয় পতাকা ছিঁড়ে কুটিকুটি কুটিকুটি কুটিকুটি
স্ফুলিঙ্গ বার হচ্ছিল পৈত্রিক
অর্জনগুলো থেকে
না, আমি বিদ্রোহী নই
আমি স্বর্ণ-খনক
আমি ঠিক খুঁড়ছিলাম
গৌরবোজ্জ্বল অতীত
রুদ্র কিংশুক
ইভান লান্ডজেভ-এর কবিতা
ইভান লান্ডজেভ (Ivan Landzhev, 1986) বুলগেরিয়ার কবি, চিত্রনাট্য-লেখক এবং প্রাবন্ধিক। ইউনিভার্সিটি অব সোফিয়া থেকে তিনি দর্শনে স্নাতক এবং সমকালীন সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ।তাঁর প্রথম কাব্যগ্রন্থ "ব্লেম ইট অন ববি ফিশার" জাতীয় কবিতা পুরস্কারে" জাতীয় কবিতা পুরস্কারে ভূষিত।
১. লেখক উল্লেখ
আমার দাবার শিক্ষক
আমাকে বলতেন:
তোমার নিজের খেলা খেলো।
আমার বক্সিং কোচ
আমাকে সর্বদাই বলতেন:
বাঁয়ে -বাঁয়ে-ডাইনে-- তারপর আপারকাট
আর সে কুপোকাত!
মধ্যযুগ পাঠছর অধ্যাপক
আমাকে মনে করেন যে,
আমি সে যে আছে।
তিনজনেই সঠিক
দিনের তিনটি ভিন্ন সময়ে
২. যা ঘটেছে তার আগে নয়
ছয় বছরের পুরনো
বাড়ির পিছনে
আমি নিজেই পেলাম একটা পাথর
আর সেটা দিয়ে উদ্দেশ্যমূলকভাবেই
আমি ভেঙে ফেললাম মায়ের মেডেলগুলো
যৌবনের সমস্ত খেতাবজয়
কয়েকটা জাতীয় পতাকা ছিঁড়ে কুটিকুটি কুটিকুটি কুটিকুটি
স্ফুলিঙ্গ বার হচ্ছিল পৈত্রিক
অর্জনগুলো থেকে
না, আমি বিদ্রোহী নই
আমি স্বর্ণ-খনক
আমি ঠিক খুঁড়ছিলাম
গৌরবোজ্জ্বল অতীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন