সবাই মিলে , সিনেমা হলে
কান্তিরঞ্জন দে
আমার সিনেমা দেখার শুরু , মায়ের আঙুল ধরে । আর , চোখে আঙুল দিয়ে সিনেমা দেখতে শিখিয়েছেন , সত্যজিৎ রায় ।
তখন ক্লাস সেভেন । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেন্ট্রাল হলের পর্দায় --- পথের পাচালী । আম আঁটির ভেঁপু-র বালক অপুর সঙ্গে আমিও কখন যেন সিনেমার পর্দায় ঢুকে পড়লাম । আজও সেই আলো-ছায়ার নেপথ্যে ঘুরছি ।
ছোটবেলায় সিনেমা দেখা ছিল একটা উৎসব । ৭--১০ দিন আগে প্ল্যান ছকা হত। বাড়িতে নতুন বর এলে আত্মীয়স্বজনকে সিনেমা দেখানো তার বাধ্যতামূলক ছিল ।
দল বেঁধে সিনেমায় যাবার গ্রুপ লিডার ছিলেন মা । মায়ের কোলে চেপে অরুণা-পূরবী-ছবিঘর-বীণা-র ব্যালকনিতে কত যে ছবি দেখেছি । সে সব আজ কিছু মনে নেই । বাবা ছিলেন রূপবাণী-অরুণা-ভারতী চেইনের আংশিক শেয়ারহোল্ডার । সিনেমা দেখতে মায়ের পয়সা লাগত না । বাবা অবশ্য জীবনে একটাও সিনেমা দেখেন নি । কি আশ্চর্য !!!
উত্তর কলকাতা ছেড়ে কোন্নগরে আসবার পর মায়ের সঙ্গে পাঁচবছর বয়সে দেখি ---- পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ । ছবিটা কিছুই বুঝি নি । পর্দায় আবির্ভূতা মা কালী শুধু আকৃষ্ট করেছিলেন । সালংকারা , মুক্তকেশী , ঘোর কৃষ্ণবর্ণা নগ্নিকা চোখে সিনেমার মায়াকাজল এঁকে দিয়েছিলেন ।
মায়ের সঙ্গে সবসময় যে ঠাকুর-দেবতার ছবিই দেখেছি , ----- তা নয় । বাংলা-হিন্দি -ইংরিজি অনেক ক্ল্যাসিক ছবিও দেখেছি ।
সিনেমা হলটির নাম ছিল ----- চলচ্চিত্রম । বেড়ার দেওয়াল । টিনের চালা ।
চলচ্চিত্র অর্থে আমরা যে " সিনেমা " শব্দটি ব্যবহার করি , অনেক বড় হয়ে জেনেছি , সেটি ভুল । কেন ?
সে প্রসঙ্গ , পরের সপ্তাহে ।
কান্তিরঞ্জন দে
আমার সিনেমা দেখার শুরু , মায়ের আঙুল ধরে । আর , চোখে আঙুল দিয়ে সিনেমা দেখতে শিখিয়েছেন , সত্যজিৎ রায় ।
তখন ক্লাস সেভেন । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেন্ট্রাল হলের পর্দায় --- পথের পাচালী । আম আঁটির ভেঁপু-র বালক অপুর সঙ্গে আমিও কখন যেন সিনেমার পর্দায় ঢুকে পড়লাম । আজও সেই আলো-ছায়ার নেপথ্যে ঘুরছি ।
ছোটবেলায় সিনেমা দেখা ছিল একটা উৎসব । ৭--১০ দিন আগে প্ল্যান ছকা হত। বাড়িতে নতুন বর এলে আত্মীয়স্বজনকে সিনেমা দেখানো তার বাধ্যতামূলক ছিল ।
দল বেঁধে সিনেমায় যাবার গ্রুপ লিডার ছিলেন মা । মায়ের কোলে চেপে অরুণা-পূরবী-ছবিঘর-বীণা-র ব্যালকনিতে কত যে ছবি দেখেছি । সে সব আজ কিছু মনে নেই । বাবা ছিলেন রূপবাণী-অরুণা-ভারতী চেইনের আংশিক শেয়ারহোল্ডার । সিনেমা দেখতে মায়ের পয়সা লাগত না । বাবা অবশ্য জীবনে একটাও সিনেমা দেখেন নি । কি আশ্চর্য !!!
উত্তর কলকাতা ছেড়ে কোন্নগরে আসবার পর মায়ের সঙ্গে পাঁচবছর বয়সে দেখি ---- পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ । ছবিটা কিছুই বুঝি নি । পর্দায় আবির্ভূতা মা কালী শুধু আকৃষ্ট করেছিলেন । সালংকারা , মুক্তকেশী , ঘোর কৃষ্ণবর্ণা নগ্নিকা চোখে সিনেমার মায়াকাজল এঁকে দিয়েছিলেন ।
মায়ের সঙ্গে সবসময় যে ঠাকুর-দেবতার ছবিই দেখেছি , ----- তা নয় । বাংলা-হিন্দি -ইংরিজি অনেক ক্ল্যাসিক ছবিও দেখেছি ।
সিনেমা হলটির নাম ছিল ----- চলচ্চিত্রম । বেড়ার দেওয়াল । টিনের চালা ।
চলচ্চিত্র অর্থে আমরা যে " সিনেমা " শব্দটি ব্যবহার করি , অনেক বড় হয়ে জেনেছি , সেটি ভুল । কেন ?
সে প্রসঙ্গ , পরের সপ্তাহে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন