Wednesday, July 1, 2020

সাঁকো || নিখিলকুমার সরকার || কবিতা

নিখিলকুমার সরকার - এর কবিতা

সাঁকো

সাঁকোর ওপর
থমকে দাঁড়াল মানুষটা
সাঁকো দুলছে , নাকি
সে নিজেই দোদুল্যমান

নদী নয় ,
সাঁকো পেরোতে চাইছে
অপূর্ণ বাসনা
দোদুল্যমানতা পেরোতে চাইছে

No comments:

Post a Comment

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম মেদিনীপুর শহরের বাসিন্দা, ভূগোল শিক্ষক, মহিষাগেড়্যা এ. এম. এ. হাই মাদ্রাসা ...