শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

আমরা আধুনিক || জয়দেব বর্মন || আত্মপ্রকাশের কবিতা

আমরা আধুনিক
জয়দেব বর্মন


না, না "সাম্যের"কথা মুখে আনো না- শব্দটা বড়ই বাজে।
মৈত্রী সে তো আরো খারাপ, আসেনা কোনো কাজে।
গনতন্ত্রের লড়াই লড়তে, ওসব কী আর লাগে।
হিন্দু নাকি মুসলিম সেটাই বুঝতে হবে আগে।
কৃষক করবে আত্মহত্যা- ভাববার কিছুই নাই।
তবে আত্ম নির্ভর দেশ আমাদের এইটা বলা চাই।
যায় যদি ভেসে কাল স্রোতে, যাহা কিছু নৈতিক।
বুক ফুলিয়ে বললেই হয় আমরা আধুনিক।
পশ্চিমী দ্বার কবেই খুলেছে, অর্থ করতে চাঙ্গা।
সহিষ্ণুতা মাটিতে মিশেছে রাম-রহিমের দাঙ্গা ৷

৪টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...