মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২৭ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২৭ / সোমনাথ বেনিয়া


ক্রিয়াপদের কাছে গেলে রক্তকণিকায় জ্বর আসে, চরম
লতাগুল্মের এই জীবনে অবলম্বন বলতে শব্দবিদ‍্যার লাঠি
ঠুক ঠুক আওয়াজ চার প্রহরের অনুরণন, নিশ্বাস চলছে
ভাষাহীন থেকে আবেগের কাছে দর্শন খুঁজি, প্রাচীন পুণ‍্য
জানি না কবে আত্মমোচন শেষে প্রশান্তির দরজা খুলবে
সমর্পণের শরীরের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে আঁধার-জল
তালুর উপর এক ফোঁটা পড়লে সন্ধ‍্যার আন্তরিক আচমনপর্ব
চিলেকোঠায় উঠতে গিয়ে মন হাঁপালে অতীত কাশতে থাকে
সমস্ত হাসির অপ্রত‍্যাশিত ধূসর মার্বেলের গুলি, প্রিয় সর্বনাম
যত‌ই বলুক, হৃদয়ের ক্রোড়পত্রে টানা-পোড়েনের বীজ অঙ্কুরিত
মুখ ঘোরালে ইতিহাসের কোন পাতায় আসে সোনার রথ
হাতের তাবিজে ব‍্যয়বহুল নিরাপত্তা নিয়ে অগ্রসর, বাধা দেবে
সরল ভালো, তার চেয়েও ভালো অশ্রু, অঞ্জলিতে কে রাখবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...