রবিবার, ১২ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩১ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩১ 
সোমনাথ বেনিয়া


আকাশ স্লেট, শত সহস্র বর্ণ, কে সাজিয়েছে, কেন‌ই-বা
জোনাকির আলো হ‍্যারিকেনের সমার্থক মন বড়ো যখন
এই রূপ-রস-গন্ধ, শুরু থেকে শেষের দিকে অখণ্ড যাত্রা
গর্ভের জলে সাঁতার কেটে ডাঙায় উঠছে মানবজীবন
বুঝেছে বাইশ সেকেন্ডে রক্তকণিকার শরীরী ভ্রমণ ঘটে
যেন প্রান্তিক ভাবনা, গোত্তা খাওয়া ঘুড়ির সহ‍্য নিয়ে নামে
কী জানো, প্রতিবিম্ব ঠিক না হলে মনে সন্দেহ জাগে, ভয়
অসংখ‍্য বিভক্তি পেরিয়ে এসে পূর্ণমাত্রার ক্রিয়াপদ পাওয়া
তাই অভ‍্যাসবশত সত‍্যি কথা থিতিয়ে পড়ে, বেদনাদায়ক
যেন খুঁটিনাটি জিনিসের প্রতি নজর রাখছে কাজের মেয়ে
বাক্‌শক্তি হারায় সেরকম মেঘ না জমলে মনের কোণে
অসহায়গাছে ফুল ধরে, বীজের ভিতর নিষাদের উগ্র বিষ
স্নায়ুর সমারোহে শামুকের শ্লথ বিপরীতে পাখির মিষ্টি শিস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...