মুক্তি
ইয়াসিন খান
সামনে মানুষ পেছনে মানুষ
ছায়ারা সব মানুষ
মানুষের মত মানুষ
তথ্য প্রযুক্তির জালে মানুষ
স্বপ্নের স্রোত দিগন্তে জলের নূপুর
আলপনা আঁকে এক আকাশ
সৃষ্টি সবুজের মেলা
ভেসে চলে মেঘ ভেলা
রিয়াল টাইম মনিটরিং
মানুষ ও জীবন
আবার ঝড়ের কবলে
স্বপ্নের রং বদল নাকি জীবনের?
বিপ্লব সঠিক সময়ের
সমাজ ও সংস্কৃতি বদলের
নতুন মানুষের ক্লাউড সৃষ্টি
মুগ্ধ বিকেলে পথ বৃষ্টি
আই যুগ ও প্রহর
নতুন চেতনায় শহর
সনাতনী ঐক্য ছুঁয়ে আধুনিক অনুভব
ডিলিট হোক্ ছায়া মানুষ সব
মাউস ক্লিক আর মুঠো ফোনে
মুক্তি বাতাস নামে
পাহাড়ের উপর একলা বরফ ঢেউ
আপন খেয়ালে বেঁচে কেউ
গলে যাওয়া স্রোতে রবি
কবিতা ধ্যানে বসে কবি
বরফ আগুনে জীবন রেশ
আগত এক নতুন দেশ
ইয়াসিন খান
সামনে মানুষ পেছনে মানুষ
ছায়ারা সব মানুষ
মানুষের মত মানুষ
তথ্য প্রযুক্তির জালে মানুষ
স্বপ্নের স্রোত দিগন্তে জলের নূপুর
আলপনা আঁকে এক আকাশ
সৃষ্টি সবুজের মেলা
ভেসে চলে মেঘ ভেলা
রিয়াল টাইম মনিটরিং
মানুষ ও জীবন
আবার ঝড়ের কবলে
স্বপ্নের রং বদল নাকি জীবনের?
বিপ্লব সঠিক সময়ের
সমাজ ও সংস্কৃতি বদলের
নতুন মানুষের ক্লাউড সৃষ্টি
মুগ্ধ বিকেলে পথ বৃষ্টি
আই যুগ ও প্রহর
নতুন চেতনায় শহর
সনাতনী ঐক্য ছুঁয়ে আধুনিক অনুভব
ডিলিট হোক্ ছায়া মানুষ সব
মাউস ক্লিক আর মুঠো ফোনে
মুক্তি বাতাস নামে
পাহাড়ের উপর একলা বরফ ঢেউ
আপন খেয়ালে বেঁচে কেউ
গলে যাওয়া স্রোতে রবি
কবিতা ধ্যানে বসে কবি
বরফ আগুনে জীবন রেশ
আগত এক নতুন দেশ
ভাল লাগল। শুশুভেচ্ছা!
উত্তরমুছুনঈদ মোবারক!