শনিবার, ১১ জুলাই, ২০২০

বর্ষা বালিকা || রোশেনারা খান || কবিতা

বর্ষা বালিকা
রোশেনারা খান












.


পাহাড়তলীটির স্নিগ্ধ ছায়ায়,
কোন স্বপনে কোন সে মায়ায়।
এঁকে ছিল সে শুধু চোখদুটি
গিয়েছে সদ্য যেন ঘুম টুটি।
নদী আছে তার পা'দুটি ছুঁয়ে
হিজল গাছটি জলেতে নুয়ে
মুখ দেখে ফুল জলের ছায়ায়।
হিরের কুচি ফুল ও পাতায়।
সে ছিল এক কিশোরী চপল
নদীর বুকে শ্যাওলার দল।
চোখদুটি আজ জলে ছল্ ছল্
কে যেন ছিঁড়েছে পদ্মের দল।
মৈটুসীপাখি এসে ফিরে যায়,
  সকালবেলা ভেজা হাওয়ায়।
সেই ছবিখানি আজ্ও অধরা,
কে এঁকেছিল যায়নি  তা ধরা।
শান্ত এখন কিশোরী চপল,
কোমরে বাঁধা সিক্ত আঁচল।
নদীর পাড়ে একা বসে বসে,
কখনো কাঁদে কখনো হাসে।
দু'পায়ে জড়ানো জলের নূপুর,
বাতাসে মিলায় নূপুরের সুর।
চোখদুটি আজ্ও  স্নিগ্ধ ছায়া,
 কার সে মনে কী ছিল মায়া ।

                   
                         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...