Tuesday, August 18, 2020

মৃত্যুর কোন ছবি নেই || বিপ্লব মাজী || কবিতা

মৃত্যুর কোন ছবি নেই 
বিপ্লব মাজী 


মৃত্যুর কোন ছবি নেই
মানব সভ্যতার ৭০,০০০ বছরের ইতিহাসে,
কল্পনায়
মৃত্যুর ছবি কেউ কেউ এঁকেছেন, কিন্তু
মৃত্যু সবসময় অদৃশ্য,
মৃত্যুকে ধরা যায় না ছোঁয়া যায় না
অথচ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে

জীবন সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে
আমরা ভুলে থাকি মৃত্যুর কথা,
মনেই থাকে না মৃত্যু বলে কিছু আছে,
অথচ মৃত্যু আড়ালে ঠিক আছে,
সবকিছু নজর রাখছে,
আর মৃত্যুকে অবজ্ঞা করতে
আমরা একে অন্যে বলছি পুনর্জন্মের কথা...


1 comment:

বিষ্ময়কর চিহ্নের পিঠে... || আমিনুল ইসলাম || কবিতা

বিষ্ময়কর চিহ্নের পিঠে...  আমিনুল ইসলাম  ফ্লাইং কিস! মানেই- কাঠবিড়ালির লেজে  ঢেউ ...  একটা সি-বিচের স্বপ্ন  ক্যামেরায়... ভিজুয়াল বার্তালাপ- ...