বুধবার, ১২ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || অষ্টমদল

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

অষ্টমদল । বিশাল ভদ্র । কবিতা পাক্ষিক। পনেরো  টাকা।

' নীচ থেকে দেখা আকাশ/  উপরে আকাশ হয়ে থাকে '
( 'আকাঙ্খা  ') নয়তো,  ' একপেয়ে চোর এবং একচোখা প্রহরী/  ডিউটি শেষ হলে পাড়ার চায়ের দোকানে/  পাশাপাশি বসে/  চোখ বুলায় সেদিনের কাগজে । ' ( 'ডিউটি ')-র মতো আপাত সাধারণ চিন্তাভাবনা দিয়ে ঘেরা পংক্তির  ভেতর দিয়ে হাজারো চিন্তার সন্ধান করার আগ্রহ ছুঁড়ে দেওয়ার ক্যারিশমা নিয়ে কবি বিশাল ভদ্র সাজিয়েছিলেন ২০০৪সালে প্রকাশিত কাব্যগ্রন্থ 'অষ্টমদল' - এর কবিতাগুলি । বিশালের কবিতায় কোনদিনই কোন বাহাদুরি নেই,  শব্দ নিয়ে  কথা বলার ফুরসৎ নেই,  কিন্তু বিষয় নিয়ে হাজারো কথা বলার জায়গা থেকে যায় । বিষয়ভিত্তিক কবিতায়   তিনি অবাকভাবে ঢুকিয়ে দেন যে শ্লেষ, তা  ভেতরে ভেতরে বাজতে থাকে ।
             বিশালের কবিতা যদি  তন্নিষ্ঠভাবে কেউ পড়ে থাকেন, তবে বুঝতে পারবেন তার ভেতরে শব্দের কত আটপৌরে রূপ ! যা আমাদের মাথা ঘেরা তৎসম তদ্ভব শব্দের ঝোঁক অনেকটা পরিস্কার করে দেয় ।
        মাটিতে পা রেখে দাঁড়ানো বিশালের কবিতা জারিত করে পাঠককে  এধরনের পংক্তির জন্য  : ' মন্ঞ্চে ওঠার আগে বুঝে নাও/  মন্ঞ্চটা কেন? কোনদিকে মুখ তার,/ কিছু বলবার আগে দেখে নাও মাইকটা কার? ' ( 'পুতুল ' ) । কবি  প্রভাত চৌধুরীর প্রচ্ছদ ইঙ্গিতবাহী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...