বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || মালসায় রেখেছ কার মুখ

কিছু বই কিছু কথা  । নীলাঞ্জন কুমার

মালসায় রেখেছ কার মুখ । প্রাণজি বসাক । এখন বাংলা কবিতার কাগজ । পঞ্চাশ টাকা ।

পশ্চিমবঙ্গের বাইরে থেকে এক ভিন্ন সংস্কৃতির ভেতর দিয়ে যে সব কবি বাংলা কবিতা লিখছেন তাঁদের মধ্যে এ সময় কবি প্রাণজি বসাক উল্লেখযোগ্য মুখ । তাঁর বেশ কিছু বই পড়ে ফেলার পর বোঝা যায় তিনি ধীরে ধীরে তাঁর কবিতায় গড়ে তুলেছেন এক বিশেষ জগৎ যা একান্ত নিজস্ব । সে কারণে ২০১৬ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ' মালসায় রেখেছ কার মুখ ' কাব্যগ্রন্থে তিনি বলতে পারেন:  ' অবুঝ ভাষা নিরন্তর এ ঘর ও ঘর তবুও /আয়নায় শুধু ভাসতে থাকে তোমার শরীর/  কোনদিন পাশে রেখেছিলে    এই যা- '( 'আলো আয়নায় '  )  , ইচ্ছাদের আর পাহারায় রাখা যায় না/  পাহাড় চড়বেই- ' ( ' আশ ') , ' এখনও দুপুর এলে ভাবি বিছানা বালিশ/  এখনও আগুন ছুঁলে ভাবি মসৃণ    নখপালিশ'  ( 'ভাইরাস ' ) -এর মতো নিজস্ব চেতনায় ভরা উচ্চারণ।   
              তবু কবিতায় যে রহস্যময়তা তিনি সৃষ্টি করেছেন তা অনেক সময় দুরূহ হওয়ার জন্য বহুলাংশে
কবিতা আকর্ষণহীন হয়ে ওঠে । কবির মনে রাখা উচিত শুধু রহস্যময়তা দিয়ে কবিতা হয় না,  রহস্য উদ্ঘাটনের চাবিকাঠিও প্রয়োজন ।
            কবির কাব্যগ্রন্থটি তেমন দাগ না কাটলেও এটুকু বলা যায় তাঁর কবিতা এগিয়ে যাওয়ার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  অতনু বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছদ কোন ভাবেই  প্রশংসার যোগ্য নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...