Tuesday, August 25, 2020

সৃৃৃৃজনে আনন্দসাগর || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

সৃৃৃৃজনে আনন্দসাগর
মৃৃৃত্যুঞ্জয় জানাহেঁটে যাচ্ছে ভিড়-ধূলোভর্তি -মাখা রঙে
নতুন কিছু ভাবনার ভিড়ে নয় সৃজন,
ধূলোয় স্বর্ণ -বুঝে, না বুঝে ৷ গভীর অন্ধকারে পথ৷

স্রোত ছুটছে ৷ বাঁকা পথে সৃজন
দোতারায় পাশ্চাত্যে মননে গেঁথে দিয়ে ছিল
বাংলার ধুন -মত্ততা ৷
গঙ্গার তীরে হাঁটার ভিড় বহু পরে মেনে ছিল-
মাঠঘাট নদীনালা শঙ্খচিল-বাতাসের ঝংকারে আছে প্রাণ৷
তার পর শুধু
খেতাব ৷ পায়ের ছোঁয়ার ভিড়ে হারিয়েছে সৃজন!

সৃজন আবার ছুঁয়েছে শিল্পে
                     ৷
নতুন দিয়ে-বিলিয়ে লাল মাটির ধূলোয়
বীরসিংহের স্বর্ণমৃত্তিকায় গেঁথেছে চিন্তার শিল্প
                        আনন্দ সাগর ॥

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমা হলে (১৪) || কান্তিরঞ্জন দে || কিভাবে সিনেমা " দেখব ?"

  সবাই মিলে সিনেমা হলে (১৪) কিভাবে সিনেমা "  দেখব ?"        সত্যি সত্যি যদি সিনেমার রূপ রস দৃশ্যসুখ উপভোগ করতে চান, তাহলে আগ্রহের ...