#অসম্ভব কবিতা কবিতা পাচ্ছে
অভিজিৎ দাসকর্মকার
রাত ১০:৩৯
কবিতা লিখবো।
তাই দই বসিয়েছি।
ভাবনারা প্রতিফলিত হচ্ছে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে।
রাত ১০:৪৭
অনর্গল বয়সের শুকনো পাতাগুলো ছাগলে মড়মড়িয়ে চিবিয়ে চলেছে সেই চোল বংশের রাজত্বকাল থেকে।
রাত ১০:৫৩
তৃষ্ণার ভিতরে সভ্যতার বিনির্মান হয়ে আসছে তরাই উপকূল থেকে ব-দ্বীপিয় সমভুমিতে।
মগজের ভিতরে শিল্প-সমৃদ্ধ অঞ্চল শব্দ গড়িয়ে দিচ্ছে। আর আলাই দরওয়াজা খুলে রাজনৈতিকভাবে ঢুকে পড়েছে ১টি অ্যালুমিনিয়ামের খনিজ আর
প্রভাত চৌধুরীর কবিতা।
রাত ১০:৫৬
তাতে সমস্ত ল্যাকটিক অ্যাসিডের অম্লশোধনাগারে স্নায়বিক অক্ষরগুলো মেগাস্থিনিসের খোঁজে
টেবিলল্যাম্পের আলোর সেই কবেকার পুরনো সরলরেখা ধরে আস্তে আস্তে পশ্চিমবাহিনী হয়ে সার্বভৌম এবং সমভাবাপন্ন সাদা দাগ টানা কুমারী খাতায় চলে এসেছে——
রাত ১০:৫৯
আমার আর খাতার মধ্যে ভৌগলিক সাদৃশ্য দেখা যাচ্ছে।
আমি জুলাই মাসের ইমারত ঠেসিয়ে একশালা বন্দোবস্তে ক্রমশ বিশ্বাসী হয়ে পড়ছি। আর দুধ জমতে জমতে দই তৈরি হয়ে চলেছে___
অসম্ভব কবিতা কবিতা পাচ্ছে
*
অভিজিৎ দাসকর্মকার
রাত ১০:৩৯
কবিতা লিখবো।
তাই দই বসিয়েছি।
ভাবনারা প্রতিফলিত হচ্ছে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে।
রাত ১০:৪৭
অনর্গল বয়সের শুকনো পাতাগুলো ছাগলে মড়মড়িয়ে চিবিয়ে চলেছে সেই চোল বংশের রাজত্বকাল থেকে।
রাত ১০:৫৩
তৃষ্ণার ভিতরে সভ্যতার বিনির্মান হয়ে আসছে তরাই উপকূল থেকে ব-দ্বীপিয় সমভুমিতে।
মগজের ভিতরে শিল্প-সমৃদ্ধ অঞ্চল শব্দ গড়িয়ে দিচ্ছে। আর আলাই দরওয়াজা খুলে রাজনৈতিকভাবে ঢুকে পড়েছে ১টি অ্যালুমিনিয়ামের খনিজ আর
প্রভাত চৌধুরীর কবিতা।
রাত ১০:৫৬
তাতে সমস্ত ল্যাকটিক অ্যাসিডের অম্লশোধনাগারে স্নায়বিক অক্ষরগুলো মেগাস্থিনিসের খোঁজে
টেবিলল্যাম্পের আলোর সেই কবেকার পুরনো সরলরেখা ধরে আস্তে আস্তে পশ্চিমবাহিনী হয়ে সার্বভৌম এবং সমভাবাপন্ন সাদা দাগ টানা কুমারী খাতায় চলে এসেছে——
রাত ১০:৫৯
আমার আর খাতার মধ্যে ভৌগলিক সাদৃশ্য দেখা যাচ্ছে।
আমি জুলাই মাসের ইমারত ঠেসিয়ে একশালা বন্দোবস্তে ক্রমশ বিশ্বাসী হয়ে পড়ছি। আর দুধ জমতে জমতে দই তৈরি হয়ে চলেছে___
অসম্ভব কবিতা কবিতা পাচ্ছে
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন