রবিবার, ২ আগস্ট, ২০২০

গ্রিসের নতুন চিন্তা-চেতনার কবিতা || রুদ্র কিংশুক || দিমিত্রিস স্টেনোস-এর কবিতা

গ্রিসের নতুন চিন্তা-চেতনার  কবিতা
রুদ্র কিংশুক 
দিমিত্রিস স্টেনোস-এর কবিতা


দিমিত্রিস স্টেনোস (Dimitris Stenos, 1989)-এর জন্ম গ্রিসের পিরায়িউসে এবং বর্তমানে তিনি পেরামার বাসিন্দা। ভেলিওস আর্ট স্কুলে তিনি শিল্প-কলার পাঠ নিয়েছেন। তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রেমন‍্যান্টস অব ফিয়ার (Remnants of Fear, 2013)। বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন ম‍্যাগাজিনে তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়।

১.
জন্ম

কিছু একটা জন্মেছে আমার ভেতর
এটা বড় হচ্ছে ধীরে ধীরে
আর কাঁদছে আমাকে অসহনীয় দেখে।

 ২.
কাচ

শেষ পর্যন্ত কাজ পুতুলটাকে ভাঙতে দাও
 শিশুটিকে দাও স্বাধীন হতে ভেতর থেকে
 মনের বাইরে ভাবতে
 খোলামুখওলা কালোছায়া।

৩.
এলিউসিস

তার হাতগুলো
 আকাশ থেকে ঝুলছিল ।
তার হৃদয়
রক্তাক্ত হামা দিয়ে ঢুকলো এলিউসিসে
তার চোখ ছিন্নভিন্ন করলো ভোর।
 মৃত আবেগগুলো
 সূর্যাস্ত মুছে দিল অ্যালকোহলে।

৪.
অভিজ্ঞতা

চোখের জল হল একটা নালা
 তিক্ত বিষ
আমি লাভ করলাম তিক্ত অভিজ্ঞতা
আমি জানি কে কাঁদে ঘুমের ভেতর।
যখনই সে কাঁদে
আমার চোখের উপর
একটা মাকড়সা ঢালে ফোঁটা ফোঁটা বিষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...