শনিবার, ২২ আগস্ট, ২০২০

গোলাপে রক্ত || সন্দীপ সাহু || কবিতা

গোলাপে রক্ত
সন্দীপ সাহু



রামধনু পাহাড় সমুদ্র বন প্রজাপতি হয়ে
হৃদয়ে গোলাপ ফোঁটায়!গোলাপ-গন্ধে হৃদয় ভ্রমর হয়। 
সেই গানকে উপেক্ষা করে কনসেন্ট্রেশন ক্যাম্পে
চর্বি বেছে নেওয়া হয়!দ্রোহকাল লাল গোলাপ ফোঁটায় 
হৃদয় থেকে হৃদয়ে!মাটির তলায় হিটলার গোলাপ বিনিময় করেছিল প্রথম এবং শেষবার! তাতে চলকেছিল রক্ত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...