দুটি অণুকবিতা
ফটিক চৌধুরী
১. পরিযায়ী
পরিযায়ী দিনগুলো চলে গেছে দূরে
রাতগুলো পড়ে থাকে বদ্ধ জলাশয়ে
যেখানে কোন পদ্মও ফোটে না
আমি আর অপেক্ষা করি না
হাঁটতে থাকি রেললাইন ধরে।
২. অনন্ত ভালবাসায়
আমার বিষন্ন সময়গুলো ভেসে গেছে
নদীর প্রবাহে, যা ছিল গোপন বিষাদ
তাকে রেখে এসেছি গহীন অরণ্যে
যার গভীরে প্রবেশ করা দুঃসাধ্য
এখন আমি থাকি অনন্ত ভালবাসায়।
ফটিক চৌধুরী
১. পরিযায়ী
পরিযায়ী দিনগুলো চলে গেছে দূরে
রাতগুলো পড়ে থাকে বদ্ধ জলাশয়ে
যেখানে কোন পদ্মও ফোটে না
আমি আর অপেক্ষা করি না
হাঁটতে থাকি রেললাইন ধরে।
২. অনন্ত ভালবাসায়
আমার বিষন্ন সময়গুলো ভেসে গেছে
নদীর প্রবাহে, যা ছিল গোপন বিষাদ
তাকে রেখে এসেছি গহীন অরণ্যে
যার গভীরে প্রবেশ করা দুঃসাধ্য
এখন আমি থাকি অনন্ত ভালবাসায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন