Tuesday, August 25, 2020

আটপৌরে কবিতা ৬৬৬-৬৭০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার

৬৬৬

মানুষ/ ঠেলাঠেলি/  সান্নিধ্য
      ) ভীড়  (
বর্তমানের সময় ভয়ের ব্যাপার ।

৬৬৭

সাবধান/  যত্ন/  নজর
     ) সতর্কতা  (
সকলের জন্য বড় প্রয়োজন ।

৬৬৮

দৈবিক/  অনাবিষ্কৃত/  সমাধানহীন
           ) রহস্য  (
শরীরে রোমান্ঞ্চ বয়ে যায় ।

৬৬৯

শব্দহীন/  কল্পনাময়/  অনুভূতিময়
            ) নির্জনতা  (
কবিকুলের প্রাত্যহিক ভালোবাসার স্থান ।

৬৭০

যৌন/ আশীর্বাদ/ বাহবা
      ) সংস্পর্শ  (
জীবনে আবেগে কৃতিত্বে ঘটে ।

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...