অলীক কল্পনা
রোশেনারা খান
তুমি আমাকে যতটা সুনিপুণ ভাবে দূরে সরিয়েছ
আমিও ঠিক ততটাই নিঃশব্দে সরে এসছি।
প্রতিটি সম্পর্কের মধ্যে "স্পেস" থাকাটা খুব জরুরি।
আমি অন্তত তাই মনে করি ,
বিশ্বাসও করি।
বিশ্বাস করেছিলাম তোমাকেও।
তাই নিঃসংকোচে জানিয়েছিলাম আমার ভাবনার জন্ম বৃত্তান্ত।
তোমার নির্ধারিত গণ্ডির বাইরে থেকে,
ভালো বেসেছিলাম, কেঁদেছিলাম,হেসেওছিলাম।
জীবনের সাদাকালো পৃষ্ঠাগুলো তুলে দিয়েছিলাম
তোমার হাতে।
মনে মনে ভেবেছিলাম--
প্রস্ফুটিত কমলের মত
তারাও ধীরে ধীরে দল মেলবে।
কিন্তু সে ছিল আমার অলীক কল্পনা।
আমি আর আমার আলেখ্য তোমার জীবন থেকে কবেই
হারিয়ে গেছি
নীরবে নিঃশ্বদে।
রোশেনারা খান
তুমি আমাকে যতটা সুনিপুণ ভাবে দূরে সরিয়েছ
আমিও ঠিক ততটাই নিঃশব্দে সরে এসছি।
প্রতিটি সম্পর্কের মধ্যে "স্পেস" থাকাটা খুব জরুরি।
আমি অন্তত তাই মনে করি ,
বিশ্বাসও করি।
বিশ্বাস করেছিলাম তোমাকেও।
তাই নিঃসংকোচে জানিয়েছিলাম আমার ভাবনার জন্ম বৃত্তান্ত।
তোমার নির্ধারিত গণ্ডির বাইরে থেকে,
ভালো বেসেছিলাম, কেঁদেছিলাম,হেসেওছিলাম।
জীবনের সাদাকালো পৃষ্ঠাগুলো তুলে দিয়েছিলাম
তোমার হাতে।
মনে মনে ভেবেছিলাম--
প্রস্ফুটিত কমলের মত
তারাও ধীরে ধীরে দল মেলবে।
কিন্তু সে ছিল আমার অলীক কল্পনা।
আমি আর আমার আলেখ্য তোমার জীবন থেকে কবেই
হারিয়ে গেছি
নীরবে নিঃশ্বদে।
সুন্দর ।👍
উত্তরমুছুন