Wednesday, September 16, 2020

কোভিড ভীতি || দীপক মজুমদার || কবিতা

কোভিড ভীতি 
দীপক মজুমদার


মানুষ কাজে যাচ্ছে মানুষ পার্টিতে যাচ্ছে
মানুষ বিছানায় যাচ্ছে মানুষ সীমান্তের বিবাদে যাচ্ছে
গ্রামে শহরে হাটে মাঠে রাস্তায় বাসে মিছিলে যাচ্ছে মানুষ
নির্ভয়ে
করোনাকে কুচ পরোয়া নেহি ___

আমার মধ্যেও জিতে যাবার সমরশক্তি রয়েছে
তবু রাতের অন্ধকারে মিসাইলের মত  ধেয়ে আসে কিছু দুঃস্বপ্ন
যদি আমার মধ্যে হঠাৎ প্রাণঘাতী লক্ষণ বেড়ে ওঠে
যদি আমার চিকিৎসায় কারও সাহসের অভাব দেখা যায়
যদি অ্যাম্বুলেন্স গড়িমসির জন্য বড্ড দেরী হয়ে যায়
আর যদি আমার শেষ আক্ষেপ এমন হয়  :
'আমার ভেন্টিলেটর দূর-অস্ত অক্সিজেনও জুটলনা '
আসলে মানুষরা ভীতু ___
ভীতু        ভীতু         ভীতু ......
শুধুই কোভিড ভীতি কাটাতে মানুষরা চারদিকে সাহসী বেলুন ওড়াচ্ছে .....

No comments:

Post a Comment

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম মেদিনীপুর শহরের বাসিন্দা, ভূগোল শিক্ষক, মহিষাগেড়্যা এ. এম. এ. হাই মাদ্রাসা ...