Wednesday, September 16, 2020

সময়ের কথা || অভিজিৎ চৌধুরী || কবিতা

সময়ের কথা
অভিজিৎ চৌধুরী


সময় কখনও ভালো হয় না
হয়তো সে বরাবর খারাপই
কিন্তু তাও তো জীবনভর আতর সজ্জার খেলা
কারণ সেই তো অবিশ্বর
আর সব খেলাধুলো।

1 comment:

বিষ্ময়কর চিহ্নের পিঠে... || আমিনুল ইসলাম || কবিতা

বিষ্ময়কর চিহ্নের পিঠে...  আমিনুল ইসলাম  ফ্লাইং কিস! মানেই- কাঠবিড়ালির লেজে  ঢেউ ...  একটা সি-বিচের স্বপ্ন  ক্যামেরায়... ভিজুয়াল বার্তালাপ- ...