শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

চিহ্নের কবিতা || রুদ্র কিংশুক || কবিতা

চিহ্নের কবিতা 
রুদ্র কিংশুক

১.
চিহ্ন সমুদ্রে গান ওঠে

আমি তার আভোগের ঐশ্বর্যে মুগ্ধ পাখি, ডানামোড়া

 আমি জানি জয় নয়, পরাজয় নয়
তোমার পাঠানো পদ্ম-শালুকে
জন্মান্তরের প্রতিশ্রুতি
দিনার শাহি পীরের মাঠ,
তার সূর্যাস্তের গৌরব,
 তোমার সৃষ্টি-গভীর বাতাবী মগ্নতা

তোমারই অজ্ঞাতে তোমারই সংকেতে
 ডিমে তা, নতুন ভাবনা-বিশ্ব,
 কত সহজেই তুমি সব কিছু ভেঙে দেবে আবার

 গোলাপ তুমি কি আগুনই কেবল,  আলো নও?

২.

জন্মদিন এলে কীভাবে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই কীভাবে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই
আকাশ চুম্বনের ইশারায় উচ্ছলিত ঝরনা

তুমি বুদ্ধিমতি, সাবধানে থেকো, দেবী সরস্বতী
 পাঠ করো এই গুম্ফালিপি,
 যুগান্তরে আলো কমে আসে
চরাচরে ছায়ার মিছিল ইথারে ইথারে

 সূর্য যদি নিভে যায় কাল
প্রবল জলোচ্ছাসে ঢেকে যায় চরাচর
আমাদের দেখা হবে ইথারে
শূন্যের হাহাকার কীভাবে ধরতে তোমায়, বলো!

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...