Tuesday, September 1, 2020

# স্বপ্নের দেশে # || পার্থ সারথি চক্রবর্তী || কবিতা

   # স্বপ্নের দেশে #
       পার্থ সারথি চক্রবর্তী 

 আমার বিষন্ন কালো রাতগুলোতে-
     তুমি এসে যখন শিয়রে দাঁড়াতে 
 সকল জাগতিক উৎকন্ঠাগুলো
     কোন অচেনা সুদূরে হারিয়ে যেত

     এক লহমায়, এক ক্ষুদ্রতম মুহুর্তে

আমি যাই এক গহিন ঘুমের প্রদেশে
'সব পেয়েছি'র এক স্বপ্নের দেশে

যেন মোহহীন সিদ্ধ সন্ন্যসীর বেশে

রঙিন  প্র জা প  তি  রা  যেখানে-
                   পাখা মেলে উড়ে বেড়ায় 
পা খি দে র মধুর কলকাকলি-
                   কান পাতলে ভেসে আসে
পেঁজা তুলোর মতো মে ঘে রা-
                 আকাশকে সুন্দরী করে তোলে

বিশ্বাস করো,ফিরে আসতে মন চায়না 
অপার্থিব আনন্দ ছেড়ে এই বিষণ্ণ সংসারে

No comments:

Post a Comment

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার এইটুকু । তাপস সরদার

  কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার  এইটুকু । তাপস সরদার । মৌহারি । পন্ঞ্চাশ টাকা । কখনো কখনো কোনো কোনো কবি তেমন উল্লেখযোগ্য কবিতা না লিখতে...