Tuesday, September 1, 2020

আটপৌরে কবিতা ৭০১-৭০৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার৭০১

ক্ষত/  মনোবেদনা/  অসুস্থ
         ) কষ্ট  (
সকলকেই সহ্য করতে হয় ।

৭০২

তপস্যা/  মোক্ষ/  জ্ঞান
       ) সাধক  (
সেই জানে মুক্তির পথ ।

৭০৩

ভুল/  আচ্ছন্ন/  উদ্ভাস
     ) অবদমন  (
সরে গেলে স্মৃতি জাগে ।

৭০৪

পোশাক/  ভিন্নতর/ বৈশিষ্ট্য
     ) ইউনিফর্ম  (
অঙ্গে চাপালে পরিচিতি সামনে ।

৭০৫

কর্ম/  রক্ষা/  সৃজন
     ) হাত  (
এক পরম মিত্র অঙ্গ ।

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...