মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || স্থগিতাদেশ জারি আছে ।

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

স্থগিতাদেশ জারি আছে । সুপ্রিয় দেওঘরিয়া । আদম । চল্লিশ টাকা ।

' জামরুল বর্ষার নীচে ' কাব্যগ্রন্থের পর কবি সুপ্রিয় দেওঘরিয়ার আরো একটি কাব্যগ্রন্থ 'স্থগিতাদেশ জারি আছে ' পুণঃপাঠের পর বলা যায় তাঁকে আরো বেশি কবিতার  দিকে মনোনিবেশ করা প্রয়োজন । কারণ,  সময় এসে গেছে অগোছালো শব্দের একঘেয়ে ভাবনা চিন্তার বাইরে এক নতুন বৈশিষ্ট্য নিয়ে তাঁর কবিতা লেখার । সুপ্রিয়র বেশিরভাগ কবিতা  একই চিন্তা ও ধারার , কেবল শব্দগুলোর পরিবর্তন ঘটেছে । তাই তাঁর কবিতায় আকর্ষণ হারায় ।
         তবু তারই মধ্যে ' বাক্য ফিরে এসো বাতাসের লহমায়/  অগভীর অতীতের সিন্ধুতে। , ' আমি তো পুরানো প্রস্তর, প্রত্নতাত্ত্বিক খোঁজ/ খুঁড়তে খুঁড়তে অবাক আমি খুঁজেই যাচ্ছি রোজ ! ' ,  ' আলো নিভে যায়,  আলো নিভে যায়,  আলো নিভে যায়/  হে অকৃপন,  কেন জ্বালিয়ে রাখ বাতি ফেরানোর প্রত্যাশায় ।' - এর মতো শিরোনামহীন সাতাশটি কবিতার  ভেতরে এই ধরনের কয়েকটি উচ্চারণ তবু মন্দের ভালো ।
            তরুণ এক কবির  আবেগীয় অবস্থানের ঝোঁকে
কবিতারসের ঘাটতি ,  ভবিষ্যত বলবে তিনি কতটা শুধরোতে পারবেন ।পার্থপ্রতিম দাসের প্রচ্ছদে বিশেষ বৈশিষ্ট্য নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...