Monday, September 7, 2020

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪২ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪২ 
সোমনাথ বেনিয়া

ব‍্যথার উপশমকারী ওষুধ আলাপী কথার কম্পাঙ্কে লুকিয়ে থাকে
হাতের তালুতে আঙুল গুটিয়ে চোঙা বানিয়ে ছুড়বে প্রতিধ্বনি
বাতাস বিক্রি হচ্ছে ফুঁয়ের সংসারে, জিভের রসালো লালার টেন্ডারে
চোখ রঙিন লিফলেট, অজান্তে কার সহকারী, জানে না পথচারী
কানের মধ‍্যে বোধগম‍্য শব্দ ঢেলে দিলেই স্নায়বিক পরিধি গাড়ির চাকা
নিরলস ঘূর্ণনে অতিক্রম করে জৈবিক পরিমিতির সমস্ত চ‍্যাপ্টার
পরিশেষে একবুক শ্বাস গ্রহণের ফাঁকে গন্ধ, দুরন্ত ছন্দের মাত্রা
প্রেমিকা তখন ক্লিওপেট্রা, এক আনুমানিক যুদ্ধ স্বপ্নে আসে
বিরোধীপক্ষের শ্বেতকণিকা তদন্তে নামে, খোঁজে আত্মরতির শব্দছক
হাঁটু আর পিঠ এক নয় বলে, কনুই অনাবিষ্কৃত থাকে ফি বছর
তবুও ব‍্যথার প্রকট উন্মোচন শিরদাঁড়ার প্রান্তে ভেষজমূলের ঘুনসি
কখন থুতুর আলতো প্রলেপ নিয়ে অ্যান্টিসেপটিক মলমের বিজ্ঞাপন
স্মৃতি না রেখে চিরতরে হারায় যে, সেই তো সম্পর্কের প্রিয়জন

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...