কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
তবুও নিজস্ব আকাশ । অসীমকুমার বসু । পত্রলেখা । পন্ঞ্চাশ টাকা ।
কবি অসীমকুমার বসু- র কবিতা পড়লেই তাঁর কবিতার শব্দপ্রয়োগের ভেতরে ছুটে আসে সেই দ্যোতনা , যাকে মনের গভীরে ঠাঁই দিতে হয় । কবির দৃশ্যবোধ, সুষম ব্যন্জ্ঞনা ও সংযত উচ্চারণ তন্নিষ্ঠ করে । তাই মিতভাষী এই সত্তরের কবিকে সেই সময়ের বহু কবির থেকে আলাদা করে চিন্হিত করা যেতে পারে । তাঁর ২০০৭ সালের প্রকাশিত কাব্যগ্রন্থ ' তবুও নিজস্ব আকাশ ' আর পাঁচটি কাব্যগ্রন্থ থেকে স্বতন্ত্র: ' আমাকে ক্রমশ নতজানু করে দিচ্ছে/ তোমার জটিল প্রচ্ছদের সামনে '
( ' পাতা ঝরার দিন ' ) , ' লাজুক শীর্ণ হলুদ বর্ণ কাগজের থেকে/ প্রণয়ের ঘ্রাণ ঝরে পড়ে ' ( ' প্রণয় পত্রাবলী ' ) - র মতো উচ্চারণের কারণে ।
একজন মিতভাষী নিম্নগ্রামের কবির কাছে সচেতন পাঠকের অনেক বেশি চাওয়া থাকে । কবি আস্তে আস্তে তাঁর প্যান্ডোরা থেকে সেই চাহিদা মেটাতে থাকেন । যেমন: ' এখন ভিক্টোরিয়াকে আচ্ছন্ন করে/ সমস্ত ময়দান জুড়ে ঝরে পড়ছে মেঘদূত ' ( ' ময়দানে মেঘদূত ' ) , ' যতদূর যাই দেখি পদচিহ্ন পড়ে আছে/ যেন অশ্বিনীনক্ষত্রের দূরতম সম্মোহন ' ( ' মোহিনীমন্ত্র ')
কি কৌশলে পাঠকের চাহিদা মেটায় তার উজ্জ্বল প্রমাণ।
কবির নিজস্ব আকাশ কবিতায় ভরা তা এক কথায় বলা যায় । রাজেন্দ্র আশের প্রচ্ছদ যেন বহুরঙা কবিতার প্রতীক ।
তবুও নিজস্ব আকাশ । অসীমকুমার বসু । পত্রলেখা । পন্ঞ্চাশ টাকা ।
কবি অসীমকুমার বসু- র কবিতা পড়লেই তাঁর কবিতার শব্দপ্রয়োগের ভেতরে ছুটে আসে সেই দ্যোতনা , যাকে মনের গভীরে ঠাঁই দিতে হয় । কবির দৃশ্যবোধ, সুষম ব্যন্জ্ঞনা ও সংযত উচ্চারণ তন্নিষ্ঠ করে । তাই মিতভাষী এই সত্তরের কবিকে সেই সময়ের বহু কবির থেকে আলাদা করে চিন্হিত করা যেতে পারে । তাঁর ২০০৭ সালের প্রকাশিত কাব্যগ্রন্থ ' তবুও নিজস্ব আকাশ ' আর পাঁচটি কাব্যগ্রন্থ থেকে স্বতন্ত্র: ' আমাকে ক্রমশ নতজানু করে দিচ্ছে/ তোমার জটিল প্রচ্ছদের সামনে '
( ' পাতা ঝরার দিন ' ) , ' লাজুক শীর্ণ হলুদ বর্ণ কাগজের থেকে/ প্রণয়ের ঘ্রাণ ঝরে পড়ে ' ( ' প্রণয় পত্রাবলী ' ) - র মতো উচ্চারণের কারণে ।
একজন মিতভাষী নিম্নগ্রামের কবির কাছে সচেতন পাঠকের অনেক বেশি চাওয়া থাকে । কবি আস্তে আস্তে তাঁর প্যান্ডোরা থেকে সেই চাহিদা মেটাতে থাকেন । যেমন: ' এখন ভিক্টোরিয়াকে আচ্ছন্ন করে/ সমস্ত ময়দান জুড়ে ঝরে পড়ছে মেঘদূত ' ( ' ময়দানে মেঘদূত ' ) , ' যতদূর যাই দেখি পদচিহ্ন পড়ে আছে/ যেন অশ্বিনীনক্ষত্রের দূরতম সম্মোহন ' ( ' মোহিনীমন্ত্র ')
কি কৌশলে পাঠকের চাহিদা মেটায় তার উজ্জ্বল প্রমাণ।
কবির নিজস্ব আকাশ কবিতায় ভরা তা এক কথায় বলা যায় । রাজেন্দ্র আশের প্রচ্ছদ যেন বহুরঙা কবিতার প্রতীক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন