Friday, September 11, 2020

আটপৌরে কবিতা ৭৫১-৭৫৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার৭৫১

অবস্থাগত/  দুর্দশা/  অনিশ্চয়
        ) দুরবস্থা  (
যখন আসে আসতেই থাকে ।

৭৫২

অদ্ভুত/  হতবাক/  অলৌকিক
          ) আশ্চর্য  (
কত কি আছে এই লোকে !

৭৫৩

নষ্ট/  পচা/  বাতিল
    ) খারাপ  (
যা কিছু দূর করো ।

৭৫৪

পড়া/  দেখা/  কাজ
      ) চশমা  (
চালশে হলেই যার প্রয়োজন !

৭৫৫

দুঃখ/  বেদনা/ কান্না
      ) বিরহ  (
কারো ভালো লাগে না ।

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমা হলে (১৪) || কান্তিরঞ্জন দে || কিভাবে সিনেমা " দেখব ?"

  সবাই মিলে সিনেমা হলে (১৪) কিভাবে সিনেমা "  দেখব ?"        সত্যি সত্যি যদি সিনেমার রূপ রস দৃশ্যসুখ উপভোগ করতে চান, তাহলে আগ্রহের ...