Monday, September 14, 2020

আটপৌরে কবিতা ৭৬৬- ৭৭০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগআটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার

৭৬৬

অধীনস্থ/  আবেদক/  করদাতা
        ) প্রজা  (
   সাধারণ মানুষ তাই সয় ।

৭৬৭

মৃত্যু/  অদৃশ্য/  ভয়ংকর
        ) চোরাবালি  (
পা দিলে মৃত্যুদূত সামনে ।

৭৬৮

স্পষ্ট/  যুক্তিপূর্ণ/  সত্যি
      ) অকাট্য  (
  যা বহু   মানুষ চায় ।

৭৬৯

সর্বনাশ/  ক্ষতিকারক/  ক্রূদ্ধ
        ) অভিশাপ  (
   সত্যিই কি মিশে যায়!

৭৭০

সম্মতি/  জ্ঞাত/  শিষ্ঠতা
        ) অনুমতি  (
অনুজেরা অগ্রজের কাছে নেয় ।

No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...