বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || বিষণ্ণরেখার পারে । দেবাশিস মুখোপাধ্যায়

 কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 



 বিষণ্ণরেখার পারে । দেবাশিস মুখোপাধ্যায় । কবিতা ক্যাম্পাস । ষাট টাকা ।



' বিষণ্ণরেখার পারে ' নামে চুয়াত্তরটি কবিতার সমাহারে গঠিত কবি দেবাশিস মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ' বিষণ্ণরেখার পারে ' তে কবি শব্দের অসামান্য রূপ প্রত্যক্ষ করিয়েছেন । বুঝতে পারি শব্দ যখন প্রকৃত কোলাজ হয়ে কবিতাতে আসে তখন সেখানে গঠিত হয় শব্দচিত্র । যা সাধারণের ভেতর দিয়ে অসাধারণ হয়ে ফুটে ওঠে । তাই তাঁর কবিতায় এইসব ঝলক পাই: ' 

দেওয়ালে ।  বাল্মিকী প্রতিভার রবীন্দ্রনাথ । স্বপ্নভ্রষ্ট । অরফিউস । / যুবকটি বৃদ্ধ হবার পর খোঁজ বোধিবৃক্ষের ।' , ' ভালোবাসা দুপুরবেলাকে খুলতে বলেছে ঠোঁটের হাট । / পাশের বাড়ির মোবাইলে রেডিওর আসর অনুরোধের । ' যে সব শব্দচর্চা নিয়ে ভাবতে ভালো লাগে । 

                কবিতার শব্দচর্চা কোন পাসওয়ার্ড পাজল নয় তা উপরোক্ত পংক্তিগুলোতে চিনিয়ে দেন দেবাশিস । তাঁর আলাদারকম কবিতার ডিকসন শব্দকোলাজ গুলোকে জড়িয়ে ধরার ইচ্ছে জাগায় ।

                বুঝতে পারি কবি তাঁর কবিতা লিখতে দায়সারা বোধের আশ্রয় নেননি । আটপৌরে ভাবে নিজেকে জড়িয়ে গড়ে তুলেছেন এসব কবিতা । তাই ' গপ্ গপ্ করে গিলে বুঝতে পারি ক্ষিদে,  ক্ষুধার মানে বই....'  এর মত লাইন পেয়ে যাই । নতুন নিরীক্ষার ভেতর দিয়ে তিনি দেখিয়েছেন তাঁর কবিতার প্রতি বিশ্বাস । পাঠককে চিন্তার জায়গা ছেড়ে দেওয়ার প্রকৃত মুহূর্ত তিনি চেনান । কবি উমাপদ করের তোলা যে  ছবি প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে তাতে প্রকৃতির ভেতরে কাব্যিকতা ফুটে উঠেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...