বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

দশটি হাইকু || সুধাংশুরঞ্জন সাহা || অণুকবিতা

 দশটি হাইকু

------------------------

সুধাংশুরঞ্জন সাহা



(এক)

সে রোজ রোজ

আমাকে ডেকে যায়

এই শরতে ।


(দুই)

তেমন ভালো

বাসিনি তো তোমাকে

অনেক দিন ।


(তিন)

তাই বলে কি

পাখি গান গায়নি

ভরা ভাদরে !


(চার)

এই তুমুল

বাদলে তোমাকেই

পড়ছে মনে ।


(পাঁচ)

করোনা কালে

কে যেন ডেকে ডেকে

যায় গোপনে ।


(ছয়)

আজ বুঝেছি

তোমাকে না ছোঁয়ার

মনোবেদনা ।


(সাত)

পাথর হয়ে

আছি অনেক কাল

কেউ জানে না ।


(আট)

অনেক ঋতু

সে আমাকে ভুলেছে

আমিও তাকে ।


(নয়)

আজও কেন

অতল জলে পড়ে

আছি বিমূঢ় ।


(দশ)

হারিয়ে যাবো

অলীক পাখি হয়ে

অবাক দেশে ।



++++++++++++++

@ সুধাংশুরঞ্জন সাহা

কথা : ৯৮৭৫৪২০৭৩৮


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...