মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

*যুদ্ধ ॥ দীপক মজুমদার॥কবিতা*

 *যুদ্ধ ॥ দীপক মজুমদার॥* 



যুদ্ধের হাওয়া বইছে সীমান্ত বরাবর।

 যুদ্ধবিমান রানওয়েতে ওয়ার্মিং পজিশনে।

ট্যান্ক-মিসাইল-সেনা মোতায়েন চলছে নিরন্তর।

আজকের দিনেও বিশ্বের অনেকদেশ গিলে নিচ্ছে চীন।

আর আমাদের দেশ গান্ধীজীর অহিংস পথে 

নিয়ন্ত্রনরেখায় ভারতমাতা রক্ষার চেষ্টায় ব্রত।

কেউবা বাহবা দিচ্ছে আমাদের উদারতাকে,

কেউবা পাশে থাকার আশ্বাস দিচ্ছে।

তবু চীনের এই সাম্রাজ্যবাদী ভূতকে ঝাঁটা-তাড়া করার সাহস দেখাচ্ছেনা 

কোন সুপারপাওয়ার বা সংঘবদ্ধ জোট।

তুমি আমি অংক কষছি 

দিন    রাত     হার     জিত....

 প্রহর গুনছি অপূরনীয় ক্ষয়ক্ষতির __


আমাদের ও ভবিষ্যত প্রজন্মের....

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...