বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৭ / সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৭ / সোমনাথ বেনিয়া



ঘরের ভিতর ঘর, মশারি, ভিতরে সত্তার আবছা অবয়ব

দু-পাশ থেকেই বোঝার আকুল চেষ্টা মগডালের বিবৃতি

সিলিং ফ‍্যানের হাওয়ায় উসকে ওঠে রোমকূপের ঋতুচক্র

ছোটো ছোটো আড়াল কার অপেক্ষার কথা বলে সংসারে

চার কোণার খুঁটে যাপনচিত্রের কালচে অবস্থান অপঠিত

শুধু নীল আলোয় বিছানার চাদরে ঘুমহীনতার ছটফটানি

কেউ জানবে না ওষুধের মলিক‍্যুল লড়তে গিয়ে মরেছে

আনন্দের হালকা শীতল হাওয়া ফুরফুরে সুড়সুড়ি শরীরে

পাশবালিশের কাছে আত্মহননপর্ব রেখে সমর্পণ গভীর

ভোলা শক্ত মনের আনাচেকানাচে যত চিন্তার রূপকথা

নিয়ত ক্ষিপ্ত রক্তে অকারণে বাড়ে মস্তিষ্কের গ্রে ম‍্যাটার

সজীব শরীর যেন খাতায় মাথার তেলে ছাপ তোলা ছবি

অসন্তোষের আঙুল দিয়ে ভালোবাসার কবিতা লিখছে কবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...