বাড়ি ফেরার গান
মৃণাল কোটাল
কিছু পথ পরেই গাছদের বাড়ি
আরেকটু সময় হাঁটতে দাও
তুমি পথিক হলে এগাছ তোমার জন্য
তুমি মাঝি হলে এ নৌক তোমার জন্য..
কেউ কি বলে দেবে কত গুলো মাঠ পার করলে গাছদের বাড়ি
আকাশের গায়ে কেমন আল্পনা এঁকে দিচ্ছে নদী
এখন আমার প্রবেশ আর বাহির পথ একটাই
যুদ্ধ শেষে ফিরে আসছে রং এর দল
ঘাসেদের আল পথ ধরে...
সাঁকো সবাই 'কে পার করে নাও
আমি কেবল একা
আকাশ এ ভাবে তাকিয়ে আছে কেন
তারাদের পাশে শুনেছি স্বপন লুকোনো থাকে
কেউ দেয় না মেঘদের বাড়ির ঠিকানা!!
সুতো উড়িয়ে উড়িয়ে ঘোড়া কিনেতে চাইছ
শব্দ খুটে আর কে বাঁচতে চাই
তবুও দিনের শেষে নগ্ন আয়না সুখ দেয়....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন