আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার৯৩১
ভালো/ সামাজিক/ নিরীহ
) লক্ষ্মীছেলে (
সবাই তাকে ভালোবাসা দেয় ।
৯৩২
বেআদব/ বেআক্কেলে/ বদ
) বাঁদরামো (
সবাই দূরে দূরে থাকে ।
৯৩৩
পতন/ নষ্ট/ অজান্তে
) হুড়মুড় (
করে পড়লে সবাই হতচকিত ।
৯৩৪
অসফল/ অচলায়তন/ অদৃষ্ট
) বিধিবাম (
হলে শুধুই কপালের দোষ !
৯৩৫
মোহিনী/ লাস্যময়ী/ কামিনী
) ছলনময়ী (
পুরুষের মাথা ঘুরিয়ে ছাড়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন