শব্দ'৬ || ছয় শব্দের আটটি কবিতা
আশিস চৌধুরী
১॥
তুমি যেন দীর্ঘ এক দুরূহ কবিতা
২॥
শুধু একবার ছুঁতে চাই তোমার বাঁশিটি
৩॥
ঘরের ভিতরেই এক পড়শী বসত করে
৪॥
হারিয়ে গেছে সেই ছোট্ট রাবারের বল
৫॥
শমন তিলেক দাঁড়া শেষ করি লেখা
৬॥
আর কত দূরে বকুল বিছানো পথ?
৭॥
আমাদের মিলিত হওয়ার সেতুগুলি ভাঙছে ক্রমশ
৮॥
ঈশ্বর তোমার চশমার পাওয়ার বদলাও এবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন