একগুচ্ছ হাইকু
সুধাংশুরঞ্জন সাহা
(এক)
আমার আছে
নানা রঙের পাখি
মায়াবী চোখে ।
(দুই)
দুদিন ছিল
একটু মনমরা
ঘরে বাইরে ।
(তিন)
আজ আবার
মানুষ মেখেছে কি
শীতের ঢেউ !
(চার)
বিপদ ভুলে
কারা যেন মারছে
মারণ ঝাঁপ !
(পাঁচ)
আলোর ভাষা
পড়তে ভুলে গিয়ে
লিখছে রাত !
(ছয়)
অলীক চোখে
জাদুর নানা খেলা
মেলছে ডানা ।
(সাত)
মানুষ নিয়ে
শহর ঘিরে ফের
ভাববে কেউ !
(আট)
নিষেধ ভুলে
আইন হাতে নিয়ে
কী খেলা এটা !
(নয়)
জীবন নিয়ে
ছিনিমিনি খেলায়
মেতেছে রাত !
(দশ)
বলছি তাই
এবার শুরু হবে
শেষের গান ।
(এগারো)
এই সময়ে
অবাধ মাতামাতি
মিলবে ফল ।
(বারো)
বিষাদ নদী
বইছে একা একা
খুব নীরবে ।
(তেরো)
তুমি আমার
হারানো কারুভাষা
আবছা ভোরে।
(চোদ্দ)
ফিরছে কারা
আমাদের ধূসর
বনের পথে !
(পনেরো)
জীবন নিয়ে
গাইবে কারা গান
শেষের বেলা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন